স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ছয়শ’ ২০টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ পাঁচ হাজার নয়শ’ ৩৭ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
এ সময়ে করোনায় আরো ৪৫ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো আট হাজার নয়শ’ ৯৪ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৭ জন। আর মৃতদের ২৫ জনই ষাটোর্ধ্ব। ৪৫ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন দুই হাজার একশ’ ৬২ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৪০ হাজার একশ’ ৮০ জন। সুস্থতার হার ৮৯ দশমিক এক পাঁচ এবং মৃত্যুর হার এক দশমিক চার আট।