বিশ্বব্যাপি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। এরই মধ্যে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। বাংলাদেশি টাকায় যার মূল্য ৫১ হাজার ৩৩ কোটি ৬৭ লাখের বেশি।
সোমবার রাত থেকে ফেসবুক বিভ্রাট এবং সম্প্রতি এক কর্মীর (হুইসলব্লোয়ার) ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা করার পর এই অর্থ কমেছে জাকারবার্গের। এই সম্পদ হারানোয় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নেমে গেছেন তিনি।
টানা ৬ ঘণ্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বন্ধ থাকার পর চালু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে সচল হয় সাইটটি।
সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।