নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বললে দিল্লির সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার ৩ কোটি ডোজ পেতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মা।
সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আনতে চলছে তোরজোর। কিন্তু টিকা রপ্তানিতে প্রতিষ্ঠানটির ওপর যে ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সেটাই জানেন না সংশ্লিষ্টরা।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে সিরামের প্রধান নির্বাহী -সিইও আদর পুনাওয়ালা জানান, তাদেরকে আপাতত টিকা রপ্তানিতে মানা করেছে ভারত সরকার।
তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে কেবল ভারত সরকারকেই টিকা দিতে পারব, সবাইকে টিকা দিতে পারব না।’
এর ফলে বাংলাদেশের করোনার টিকা প্রাপ্তিতে বড় ধরনের অনিশ্চিয়তা তৈরি হলো। সিরামের মাধ্যমে অক্সফোর্ডের টিকার ৩ কোটি ডোজ দেশে আনার কথা ছিল।
টিকা আনতে ভারতের এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে রেখেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।