যদিও ৩৬ রানে ৯ উইকেট পড়েছে ভারতের। পেসার মোহাম্মদ শামি ইনজুর্ড হয়ে মাঠ থেকে উঠে গেছেন। যেহেতু তিনি আর ব্যাট করার মতো অবস্থায় নেই তাই নিয়ম অনুযায়ী ভারত অলআউট।
এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪২ রানে অলআউট হয়েছিলো ভারত। এতদিন সাদা পোশাকে এক ইনিংসে ওটাই ছিলো ইন্ডিয়ার সর্বনিম্ম স্কোর। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তার চেয়ে বড় লজ্জায় পড়েছে বিরাট কোহলির দল। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে টেস্টে এক ইনিংসে ভারতের কোন ব্যাটসম্যান ডাবল ফিগার স্পর্শ করতে পারেনি। টেস্টে এক ইনিংসে সবচেয়ে কম, ২৬ রানে অলআউটের রেকর্ড আছে নিউজিল্যান্ডের, ভারতের অবন্থান এখন সপ্তম।