বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

ট্রাম্পকে সড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

অবসান হলো টানা চার দিনের উৎকণ্ঠা। এলো সেই কাক্সিক্ষত ঘোষণা। হোয়াইট হাউসে চার বছরের জন্য বসতি গড়লেন জো বাইডেন। পেনসিলভানিয়ায় জয়ের মধ্য দিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। সিএনএনের হিসাব অনুয়ায়ী জো বাইডেনের ইলেক্টোরাল ভোট এখন ২৭৩। প্রেসিডেন্ট হওয়ার জন্য তার প্রয়োজন ছিল ২৭০ ভোট। শুক্রবার ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। সিএনএনের আগে নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ ঘোষণা দেয় নির্বাচনি ফলাফল জো বাইডেনের পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবেও বাইডেনের নাম ঘোষণা করেছে তারা। এ ঘোষণার বিভিন্ন এলাকায় বাইডেন সমর্থদের উল্লাস করতে দেখা যায়। রীতিমতো নীল উৎসবে মেতে ওঠেন তারা।

‘ডিসিশন ডেস্ক’ এক টুইট বার্তায় জানায়, বাইডেন পেনসিলভানিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেক্টোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভানিয়ার ২০টি যোগ করে তারা জানায়, বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৭৩টি। জয়ের জন্য যেখানে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয়ী হয়েছেন বলেও ঘোষণা দেয় ডিসিশন ডেস্ক। এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভানিয়া রাজ্যে সাড়ে  ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও ১ লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডেনের পক্ষে যাবে বলেও দাবি তাদের। এ রাজ্যে ট্রাম্পের জয়ের বাস্তব কোনো সম্ভাবনা নেই। তারপরও গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণায় দ্বিধাগ্রস্ত। বলা হয় ডিসিশন ডেস্কের টুইটে।

বিজয়ী প্রেসিডেন্টে নাম ঘোষণার ক্ষেত্রে সতর্ক রয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার তারা জানায়, পেনসিলভানিয়া এবং জর্জিয়ায় ট্রাম্প থেকে এগিয়ে আছেন বাইডেন। নেভাদায় আগে থেকে রয়েছেন শক্ত অবস্থানে। জর্জিয়ায় অল্প কিছু ভোট গণনা বাকি। তবে ইতোমধ্যে সেখানে আবার ভোট গণনার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। পেনসিলভানিয়ায় বাকি ভোটের অধিকাংশই বাইডেনের পক্ষে যাবে বলে নিউইয়র্ক টাইমসের পর্যবেক্ষণ। বিদেশ থেকে দেওয়া মার্কিনদের এবং সামরিক বাহিনীর সদস্যদের ভোট এখনও গণনা করা হয়নি।

য্ক্তুরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেলাওয়ারের উইলমিংটন থেকে এক ভাষণে বাইডেন বলেন, ‘আমার প্রিয় আমেরিকাবাসী, আমরা এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি, তবে (ভোটের) সংখ্যাই আমাদের এটা পরিষ্কার করে বলে দিচ্ছে। আমরা এই নির্বাচনে জিততে যাচ্ছি, পরিষ্কার ব্যবধানেই জিততে যাচ্ছি।’

অপরদিকে শুক্রবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, জো বাইডেনের ‘অন্যায়ভাবে’ প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত হবে না। আমিও দাবি করতে পারি। আইনি কার্যক্রম এখনই শুরু। ট্রাম্প আরও বলেন, এটা আর কেবল একটি একক নির্বাচনের বিষয় নয়। এটা আমাদের সমগ্র নির্বাচনি প্রক্রিয়ার শুদ্ধতার বিষয়। যুক্তরাষ্ট্রের জনগণ যেন আমাদের সরকারের ওপর আস্থা পায় তা নিশ্চিত করতে আমরা এই প্রক্রিয়াকে আইনের যতগুলো দিক আছে সবগুলোর ভেতর দিয়ে নিয়ে যাব বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন ট্রাম্পের একজন উপদেষ্টা। সিএনএনকে তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল এক ধরনের মিথ্যাচার। ওই ঘটনার পর হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!