দখিগন্জ শশ্মান বধ্যভূমি দিবস পালন ৪ এপ্রিল মঙ্গলবার দখিগন্জ শশ্মান বধ্যভুমি দিবস স্মরণে বেলা ৩ টায় স্মৃতিস্তমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবলের সভাপতিত্বে এবং এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন প্রবীণ রাজনীতিবিদ কমরেড শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, ডাঃ মাফিজুল ইসলাম মান্টু,এডভোকেট মাসুম হাসান, আমজাদ হোসেন সরকার, সাংবাদিক বাবলু নাগ, হাসান আলী, এডভোকেট নরেশ সরকার, সুব্রত সরকার মুকুল, স্বপন রায় প্রমুখ।
সভায় শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ এপ্রিল দিবাগত রাতে এই স্থানটিতে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন- ওয়াই এ মাহফুজ আলী জররেজ,ক্ষীতিশ হালদার,এহসানুল হক দুলাল,রফিকুল ইসলাম রফিক,শান্তি চাকী,দুর্গাদাস অধিকারী,গোপাল চন্দ্র,তোফাজ্জল হোসেন মহরম,উত্তম কুমার অধিকারী গোপাল,পাগলা দরবেশ। ওই দিন ঘটনাক্রমে বেঁচে যান ডাঃ দীনেশ ভৌমিক মন্টু। সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্য প্রতিবছর দিবসটি পালন করা হয়।