১৮ ই সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, রোটারী ক্লাব অব টরেন্টো ডানফোর্থ আর আই ডিসট্রিক্ট ৭০৭০, কানাডা এবং রোটারী ক্লাব অব রংপুর আর আই ডিসট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আন্ধারীর ঝাড়, ভুরুঙ্গামারী, কুড়িগামে বন্যা দূর্গত এলাকায় হত দরিদ্র ২০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিড়া, চিনি, খাবার স্যালাইন, মোমবাতি, ম্যাচবক্স ইত্যাদি ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ক্লাব পেসিডেন্ট ডাঃ মোঃ মোখলেসুর রহমান, সার্ভিস প্রজেক্ট চেয়ার ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন, জয়েন্ট সেকেটারী এবি এম মিজানুর রহমান মিজান, মোঃ দেলোয়ার হোসেন লিটন, আলহাজ্ব মোঃ কামালুর রহমান, কাজী রেজা শাহিনুর আলম, ডাঃ মোঃ তাসিকুল ইসলাম, ও অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ।