বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

দুই দেশের মধ্যেকার নৌ-রুটগুলো সচল করার বিষয়ে একমত বাংলাদেশ-ভুটান

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান।

এর আগে, লোটে শেরিংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপর বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন তিনি। বক্তব্য রাখবেন বাংলাদেশ ও ভূটানের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হবে আজকের আলোচনা পর্ব। প্রচার করা হবে পোপ ফ্রান্সিসের ভিডিও বার্তা ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকছে ভূটানের সাংস্কৃতিক পরিবেশনা।  এছাড়া ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও, রবীন্দ্র সংগীত, বিশেষ নৃত্যানুষ্ঠান, কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর চুম্বক অংশ ও সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের বাংলাদেশ পরিবেশনা থাকছে। ৮ম দিনের আয়োজনের প্রতিপাদ্য ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’।

 

 

বাংলাদেশ ও ভুটানের মধ্যে  সই হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ’র সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যেকার নৌ-রুটগুলো সচল করার বিষয়ে একমত হন দুই প্রধানমন্ত্রী।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে দুই প্রধানমন্ত্রী প্রায় ৫০ মিনিট বৈঠক করেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়।

শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ২০২০ সালের ডিসেম্বরে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তার দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পুর্ণ ভিসা ও বহুপ্রবেশাধিকার সুবিধা দেওয়ার প্রস্তাব দেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি জানান, চিলাহাটি-হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপালসহ নয়াদিল্লীর সঙ্গে বহুপাক্ষিক আলোচনা অব্যহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!