সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, কোভিডের কারণে এবার আমেজ কম;সরকারি নির্দেশনা মেনে সারা দেশে সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, কিছু দিন আগে পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করেছি,ইদানিং আইন শৃঙ্খলার উন্নতি লক্ষ্য করছি।
তিনি আরো বলেন,সরকার ধর্ষণের বিচারের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে।
উল্লেখ্য দূর্গাপূজা উপলক্ষে জাপা চেয়ারম্যান আজ শনিবার ২৫.১০.২০২০ তারিখে রংপুর ধর্মসভা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পূজা মন্ডপ পরির্দশনের সময় জাপা চেয়ারম্যানের সঙ্গে রংপুর তিন আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, রংপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিয়ার রহমান শফি কেন্দ্রীয় নেত্রীবৃন্দ সহ স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।