প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ সব ধরনের বাধা অতিক্রম করার সক্ষমতা রাখে। তিনি বলেছেন, ‘সবার সহযোগিতায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ জন্য আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তবে যা কিছুই হোক না কেন, বাংলাদেশের জনগণ সব প্রতিবন্ধকতা অতিক্রম করার সক্ষমতা রাখে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন। এ সময় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।