বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৩৫ জনের

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৬ হাজার ৭৪৮ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩১৬ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৭১তম দিনে আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৩৮টি। আর দেশের মোট ১১৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,৮০৭টি। এর মধ্যে ২,৩১৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৭২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬,৭৪৮ জনের মধ্যে ৫ হাজার ১৬৪ জন পুরুষ ও ১,৫৮৪ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৫৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২.৩৩ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!