পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দেশে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে আজ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে করোনায় সংক্রমিত পাঁচ হাজার ১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ২ জুলাই করোনায় সংক্রমিত চার হাজার ১৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৮৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।