২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করতে হবে, সেনাবাহিনীর নবীন সদস্যদের উদ্দেশ্যে এ আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চট্টগ্রামে মিলিটারী একাডেমির ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে, কৃতি ক্যাডেটদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রদান করেন সেনাপ্রধান।
বাংলাদেশ মিলিটারি একাডেমী’র ৭৯ তম দীর্ঘ মেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০। এর মাধ্যমে ১১৬ জন বাংলাদেশী, ৩ জন ফিলিস্তিনি ও ১ জন শ্রীলংকান ক্যাডেটসহ মোট ১২০ জন ক্যাডেট কমিশন লাভ করেন।