নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল ধর্ষককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে রংপুর মহানগর যুব মহিলালীগ। গত রোববার সকালে বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর যুব মহিলালীগের আহবায়ক শাহানাজ বিউটির নির্দেশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। রংপুর মহানগর যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক অনিতা মোহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, মহানগর যুব মহিলালীগের সদস্য সাবিত্রি মোহন্ত, ২২ নং ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি ডাঃ রহিমা বেগম, ১৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমা বেগম, ২০ নং ওয়ার্ডের সভাপতি শিলা, ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ঝর্ণা রানী প্রমুখ।