বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে রংপুর নগরীতে ডিবি পুলিশের সহযোগিতায় গণধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাড়িতে দেখা করতে যান নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ।
গত শুক্রবার সকালে নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাড়িতে যান তারা। এসময় তারা পরিবারের সদস্যের সাথে কথা বলেন। আইনি সহায়তাসহ সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর পরে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সার্পোট সেন্টারে যান।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের রংপুর জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট শফি কামাল, যুগ্ম আহবায়ক ফিরোজ আলম ও সদস্য সচিব এ্যাডভোকেট মনিরুজ্জামান মনির। এসময় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।