ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, রংপুর জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রংপুর টাউন হল থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাইকেল র্যালি বের হয়। সাইকেল র্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে নগরের লালবাগ ও পার্কের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর জেলা সভাপতি জুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রল্লাদ রায়, ছাত্র ফ্রন্ট বেরোবির সভাপতি রিনা মুর্মু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) রংপুর মহানগরের আহবায়ক সাজু বাসফোর প্রমুখ। বক্তারা বলেন দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে দাবানের মতো ছড়িয়ে পরছে। মাদক, জুয়া, নাটক -সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন বন্ধ,পর্নোগ্রাফি বন্ধসহ ৯দফা দাবিতে এই র্যালি করা হয়।