ধর্ষণ মামলায় ডাকসু ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, নারী নির্যাতনের অভিযোগে ১৭ দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন। এর মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামী ও ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।
আন্দোলনকারীরা জানান, ৬ আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।