বিজয়ীদের বরণে ছাদখোলা বাস প্রস্তুত ছিল আগেই; পথে পথে অপেক্ষায় ছিলেন সমর্থকরাও। সেই অপেক্ষা উৎসবে রূপ নিল দুপুরের পর। শিরোপা হাতে বিজয়ীদের নিয়ে সাজানো দ্বিতল বাসটি বিমানবন্দর থেকে এগোতে শুরু করলে শুরু হল অভিবাদনের বৃষ্টি। গলা ফাটিয়ে, পতাকা নাড়িয়ে, ব্যানার হাতে পথে পথে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যদের বরণ করেছেন, সংবর্ধনা জানিয়েছেন তারা।
সমর্থকদের এ মিছিলে ছিলেন সব বয়সের, সব শ্রেণির মানুষ। বিমানবন্দর থেকে সন্ধ্যায় মতিঝিল পৌঁছানো পর্যন্ত পুরো সড়কজুড়েই ছিল উৎসবের এ দৃশ্য। পাশের ভবনের ছাদ থেকেও হাত নেড়ে, উঁকি দিয়ে হাজারো মানুষ বীর এই নারীদের জানিয়েছেন ভালোবাসা।পুরো পথেই বাসটি দৃশ্যমান হতেই স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শিরোপাজয়ী দলকে কাছ থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। পুরো সড়কজুড়েই জাতীয় পতাকা, ব্যানার হাতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ চ্যাম্পিয়ন দলকে বরণ করেন তারা। এ জয়যাত্রায় ছাদখোলা বাস ঘিরে পথে পথে ছিল সব বয়সী উৎসুক জনতার ঢল।
এরপর বিমানবন্দর থেকে বের হয়ে সাজিয়ে রাখা ছাদখোলা বাসে উঠে যান দলের সবাই। ধীরগতিতে বাসটি এগোতে শুরু করলে আগেই সড়কে অপেক্ষায় থাকা অনেকে বাসের পেছনে পেছনে ছুটছেন।চ্যাম্পিয়নদের স্বাগত জানিয়েছেন গানের তালে তালে। কেউ ফুলের পাঁপড়ি ছিটিয়ে, কেউ চিৎকার করছে, কেউবা ধরছে স্লোগান। আবার কেউ ছাদখোলা গাড়ির সঙ্গে তুলেছেন সেলফি। প্রায় পুরো যাত্রাপথে এ দৃশ্য দেখা গেছে।
সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলকে বরণ করে নিতে বুধবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভিগাড়ি চলছে ধীর গতিতে, সমাগম সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের। মোড়ে মোড়ে হাত নাড়িয়ে গলা ফাটিয়ে তারা অভিবাদন জানান বিজয়ী মেয়েদের। শিরোপা তুলে ধরে, হাত নেড়ে, জাতীয় পতাকা উড়িয়ে অভিনন্দনের জবাব দেন সাবিনারা।
এ মোড়ে দাঁড়িয়ে থাকা অয়ন রহমান নামে এক দোকানকর্মী বলেন, “আমি ফার্মগেটে এক দোকানে কাজ করি। বসের কাছে বলে কিছুক্ষণের জন্য আসছি। ছাদখোলা বাস দেখার জন্য।”এ মোড়ে নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষের সরগরম উপস্থিতির মধ্যে বিজয়ীদের জন্য অপেক্ষায় থাকা তৃতীয় লিঙ্গের রেশমা বাসে অর্থ না তুলে রোদের মাঝে দাঁড়িয়ে ছিলেন।
বিমানবন্দর থেকে বিজয়ী মেয়েদের নিয়ে ছাদখোলা বাস কাকলি হয়ে, মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেইট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণীতে পৌঁছায়।সেখান থেকে তেজগাঁও ফ্লাইওভার পেরিয়ে মৌচাক, কাকরাইল, ফকিরেরপুল, আরামবাগ ও শাপলা চত্বর হয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছায় বাসটি। সবপথ পেরিয়ে মতিঝিল পৌঁছাতে বেজে যায় সন্ধ্যা ৭টা।
সাফ ফুটবলে এবার ম্যাচের পর ম্যাচ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দুর্দান্ত ধারাবাহিকতায় শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।আগের সব আসরের চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ পর্বে উড়িয়ে দেওয়ার পর সোমবার ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে।