রংপুর নগরীর সেনপাড়ায় এক মোটরসাইকেল মেকানিককে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ ও বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনি সহায়তা চেয়ে প্রসাশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। ৫/১০/২০২০ সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মোটরসাইকেল মেকানিক সিরাজ উদ্দিন আহামেদ। তিনি জানান, নগরীর সেনপাড়ায় দীর্ঘদিন যাবত সরকারি জমিতে চালা ঘর তুলে মোটরসাইকেল মেরামতসহ জীবিকা নির্বাহ করে আসছি। ওই জমিটি লিজ নিতে ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।
বর্তমানে যা প্রক্রিয়াধীন। এই পরিস্থিতিতে ওই জমির পিছনে বসবাসরত সাইদুল ইসলাম ও তার পরিবার অন্যায়ভাবে তাকে উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে। সিরাজ উদ্দিনের দাবি, গত ২ অক্টোবর সকালে তার ব্যবসার জন্য তৈরি করা টিনের চালা ঘরের চারদিকে ইটের দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন সাইদুল ইসলাম ও তার লোকজনেরা। এতে তাদের বাধা দেয়ার চেষ্টাসহ লিজ প্রাপ্তির আবেদনের বিষয়ে জানানো হয়। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দোকান ঘরের লক্ষাধিক টাকার যন্ত্রপাতির ক্ষতি সাধন করাসহ বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে আসছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচারের দাবি জানান অসহায় সিরাজ উদ্দিন আহামেদ।