রংপুর মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে সিটি কর্পোরেশন এলাকার বন্যা বাসভাসী ও পানি বন্দি দুস্থ মানুষ নগরীর জুম্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদেরকে রান্না করা খিচুরী বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড এ পানি বন্দি দুস্থ পরিবারদেরকে খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জুয়েল, সিনিয়ার সহ সভাপতি মফিজার রহমান চান, সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, লিটন পারভেজ, আনোয়ার হোসেন, প্রমুখ।