নানা আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯.১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন।
এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে ও বেগম রোকেয়ার প্রতিকৃতিতে উপাচার্যের শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এরপর উপাচার্য মহোদয় কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী পালন। এরপরে বেলুন ও ফেস্টুন পুরানো এবং আনন্দ শোভাযাত্রা করেন।
আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ হাসিবুর রশীদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।এই আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।এরপরে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এরপর স্বাধীনতা স্রারক প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হাসিবুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ সরিফা সালোয়া ডিনা ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ডঃ আবু সালেহ মোহাম্মদ ওয়ায়দুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ডঃ আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ডঃ আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম,বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও আহ্বায়ক বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির প্রফেসর ডঃ মোঃ গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ ছাত্রলাীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম, জনসংযোগ, তথ্য ও প্রকাশা বিভাগের উপ-পরিচালক মোঃ মোহাম্মদ আলী প্রমুখ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)। প্রতিষ্ঠা কালীন সময়ে ৬টি বিভাগে ৩০০ শিক্ষার্থী, ১২ জন শিক্ষক,৩ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু।