নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের ভূমিকা ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার বেসরকারী সংস্থা পল্লীশ্রী ও নেট্জ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের মানবাধিকার প্রতিষ্ঠা ও উত্তরণে কাজ করে যাচ্ছে পল্লীশ্রী।
নারী ও আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ সকল জনগোষ্ঠির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এবং তাদের প্রতি বিদ্যমান যে কোন ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে বৃহত্তর নাগরিক সমাজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকগণের সক্রিয় সহযোগিতা কাজ করে যাচ্ছে সংস্থাটি।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের ভূমিকা ও দায়বদ্ধতা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যটন মোটেলে দিনব্যাপি জাতীয় সেমিনারের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান
বক্তারা বলেন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধি করতে আমাদের সুযোগ করে দিতে হবে। নারীদের সব ক্ষেত্রে প্রবেশাধিকার প্রতিষ্ঠা হলেই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। নারীর সাংসারিক শ্রমকেও শ্রদ্ধার চোখে দেখতে হবে।এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। নারীদের জন্য সুষ্ট কর্ম পরিবেশ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব তা না হলে নারীরা কর্ম বিমুখ হবে। সামাজিক কর্মপন্থার পরিবর্তন ঘটাতে হবে, দায়িত্ববোধ বাড়াতে হবে এবং জনসচেতনতা তৈরী করতে হবে। শুধু তাই নয় একজন নারী তার বাড়ী ও কর্মস্থলে যাতে নিরাপদে কাজ করতে পারে সেই পরিবেশেও আমাদেরকে নিশ্চিত করতে হবে।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাহনাহাজ পারভিন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ মোঃ মিনহাজুর রহমান, মানব কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক রবিউল আযম, নেট্জ এর এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মৌসুমী বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার সারা জামান, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যনেজার সেলিম রেজা, ম্যানেজার জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং শামসুন নাহার প্রমুখ।
সঞ্চালনা করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। সেমিনারের ধারণাপত্র উপস্থাপন করেন নেট্জ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেরোবির জেন্ডার জাস্টিস প্রভাষক লুবনা আক্তার, ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, রিইব নির্বাহী পরিচালক ডঃ মেঘনা গুহ ঠাকুরতা ।