রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও রংপুর সিটি কর্পোরেশন, বাংলার চোখ এর পৃষ্টপোষকতায় নারীর সুরক্ষায় আন আর্ম কম্বাট ২৭ দিন ব্যাপি মার্শাল আর্ট প্রশিক্ষণ সিতো রিউ কারাতো স্কুল ও ইয়োগা জোন এর আয়োজনো রংপুর জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী। সভাপতিত্ব করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম।
উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, মাহমুদা আক্তার মিতু, সিতো রিউ কারাতে স্কুল এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জাতীয় কোচ ও রেফারী বাংলাদেশ কারাতে ফেডারেশন এর বøাকবেল্ট ৩য় ড্যান বিকেএফ ও সিতো রিউ কারাতে স্কুলের সাধারণ সম্পাদক সেনসি এ বি বাবেল, জেলা ক্রীড়া সংস্থার কারাতে, বক্সিং, কুস্তি, জুডো উপ কমিটির আহবায়ক মোঃ রফিকুল আলম।