নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। ০৭/১০/২০২০ বুধবার রংপুর প্রেসক্লাবের সামনে পৃথকভাবে মহানগর জাতীয় যুব সংহতি মানববন্ধন সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন-মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব আনসার, দপ্তর সম্পাদক শামীম হোসেন রাতুল, প্রচার সম্পাদক মুক্তি মাহমুদ প্রমুখ। এসময় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। পরে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।