সারদেশে নারী ও শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং নারী নির্যাতন রোধে যথাযথ পদক্ষেপ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য, বাজারে কৃত্রিম সংকট অধিক মুনাফা লোভীদের দমন করা ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপরোক্ত দাবী বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ জেলা, মহানগর, কারমাইকেল, রংপুর সরকারি কলেজ শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ ছাত্রলীগ মহানগর শাখার সভাপতি আসাদুজ্জামান কবির।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি জসিম আহমেদ রিজভী এর রংপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসফিন আহমেদ, কারমাইকেল কলেজ ছাত্রনেতা অর্জুনদাস মহানগর শাখার সাধারণ সম্পাদক আহাদ প্রমুখ।