নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল ধর্ষককে আইনের আওতায় এনে কার্যকর বিচার প্রয়োগের দাবীতে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ। গত রোববার সকালে নগরীর কাচারী বাজার এলাকায় রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মরতুজা মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু তালহা মোঃ বিপ্লব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাদী বেগম, রংপুর সদর উপজেলা মহিলালীগের সভাপতি আরজিনা বেগম, গংগাচড়া উপজেলা মহিলালীগের সভাপতি নিলুফা ইয়াসমিন, কাউনিয়া উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক সামসুন্নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল ধর্ষককে আইনের আওতায় এনে যথাযথ আইন প্রয়োগের দাবী জানান।