সারাদেশ ব্যাপী নারী নির্যাতন হত্যার প্রতিবাদে রংপুরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনের সামনে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রংপুরের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করে। সাধারণ জনগণ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।
কবি ও সংগঠক হামীম আব্দুল্লাহ, সুজন রংপুর জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির ট্রেজারার ও সংস্কৃতি কর্মী ফারহানা হাসান বিথী, বেতার উপস্থাপক মাহতামিম মনিব, মাহির ফায়সাল, মাহবুবুর জামান মাসুম, জীবন ঘোষ, মাহমুদুল হাসান শুভ, সুবাহ আহিয়ান প্রাপ্তি সহ আরো অনেক সাধারণ শিক্ষার্থী। বক্তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং দ্রুত সময়ের মাঝে বিচারকার্য সম্পন্ন হয় সেই জোরদাবী উত্থাপন করেন। এছাড়াও ধর্ষীত নারীর সমাজে নিরাপদ বিচরন নিশ্চিত করার প্রতি জোরদেন। সঞ্চালনায় ছিলেন, আহসান হাবীব মারুফ (সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতি নিবেদীকা মানব বন্ধনের পক্ষে মুহতসিম মনিষি (বেতার উপস্থাপক ও সাংস্কৃতিক কর্মী)।