নীলফামারীর সৈয়দপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলা শহরের উত্তরা আবাসনে ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত স্বামী নাসিম মিয়াকে (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতের বড় বোন মুক্তা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তরা ইপিজেডের কর্মী রুমা খাতুনের (২২) সঙ্গে তার স্বামী নাসিমের মনোমালিন্য হয়। এরই জেরে আজ ভোরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেন। এ সময় নাসিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে প্রথমে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন রুমা খাতুন। আজ দুপুরের দিকে তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।