নীলফামারীর কিশোরগঞ্জে নানিকে খুঁজতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় ২০ নভেম্বর শুক্রবার রাতে আরিফ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি আরিফ পুষণা গ্রামের মহাসিনের ছেলে।
পরে তাকে বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরদিন রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
কিশোরগঞ্জ থানার এসআই রেজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।