নীলফামারীর জলঢাকায় কাপড় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজওয়ান প্রামানিক (২২), জলঢাকা পৌর এলাকার মাথাভাঙ্গা গ্রামের মো. মানিকুজ্জামান মানিকের ছেলে নাহিদ হাসান মিঠু (২২) ও মুদিপাড়া এলাকার দীনবন্ধু রায়ের ছেলে শ্রী বিশাল রায় (২১)।
রোববার (৩ জানুয়ারি) সন্ধ্য়ায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পিপিএম, বিপিএম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
পুলিশ সুপার জানান, আসামি মিঠু ও বিশাল রায় চাইনিজ কুড়াল, চাপাতি ব্যবহার করে ব্যবসায়ী আরিফ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী দলনেতা রেজোয়ান প্রামানিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য অনুযায়ী একটি স্টেইনলেস স্টিলের হাতল বিশিষ্ট চাইনিজ কুড়াল, প্লাস্টিকের হাতলসহ লম্বা ছুড়ি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।