নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। ৭/১০/২০২০ বুধবার জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর নগরীর সেনট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে প্রথমে পুলিশ বাধাদিয়ে ব্যানার ছিড়ে ফেলেন। এসময় নেতৃবৃন্দও সাথে বাকবিতর্ক শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের পর নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন। এভাবে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে।
বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।
জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহবায়ক আরিফুল আসলাম আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদ এস এম ইয়াসির, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ রাজু, সদস্য সচিব এস আর সৈকত, যুগ্ম আহবায়ক মুহিন সরকার প্রমুখ। জাতীয় ছাত্রসমাজের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল কলেজের সদস্য সচিব আরিফ আলীর সঞ্চালনা করেন।