নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মোমবাতি প্রজ্জলন ও মানববন্ধন করেছে রংপুর মহানগর ছাত্রলীগ। ০৭/১০/২০২০ বুধবার বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার সভাপতি শাফিউর রহমান স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসিফের সঞ্চালনায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাবের সামনে সন্ধ্যায় মানববন্ধনে বক্তব্য রাখেন।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের বক্তব্যে বলেন নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে স্বেচ্ছায় হয়ে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এছাড়াও দেশব্যাপি নারী ও শিশু নির্যাতন ধর্ষন ও নিপিড়নের প্রতিবাদ জানান।