সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জানুয়ারি চানন্দী ইউনিয়নের কিছু বখাটে যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে পল্লী চিকিৎসক ও একজন গৃহবধূকে মারধর করে। একপর্যায়ে পল্লী চিকিৎসককে মারধরের সময় ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে এজারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।