পঞ্চগড় পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন জাকিয়া খাতুন। জাকিয়া খাতুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২০৫৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানেরশীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪৭৫ ভোট। জাগপা প্রার্থী শাহরিয়ার আলম বিপ্লব হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষ থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর।
এ নিয়ে পঞ্চগড় পৌর নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে ৬৩ দশমিক ০ শতাংশ ভোট।