পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলে টিকটক করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৬ জুন) সন্ধ্যায় সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ওই যুবকের নাম বায়েজিদ। তিনি বিএনপি ঘরোনার রাজনীতির সঙ্গে জড়িত। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়েজিদ নামে ওই যুবক খালি হাতে সেতুর রেলিংয়ের নাট খুলে ভিডিও আপলোড করেন। সেই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
ভিডিওতে দেখা যায়, ‘‘সবুজ শার্ট পরা ওই যুবক বলছেন, `এই আমাদের পদ্মা সেতু, হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু, হাত দিয়েই নাট খুলে ফেলা যায়।’’
মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন।