পদ্মা সেতুর সমালোচকরা এখন লজ্জা পেয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময়মন্ত্রীবলেন, সেতুনির্মাণেরসময়যারাআতঙ্কছড়িয়েছে, তারাইটোলনিয়েঅপপ্রচারচালাচ্ছে।
পদ্মাসেতুরদুইপাড়েরসংযোগহওয়ারপরবিএনপিনেতাদেরকোনবক্তব্যনাআসারসমালোচনাকরেহাছানমাহমুদবলেন, বিএনপিলজ্জাপেয়েছে, তারাদেশেরমঙ্গলচায়না।
পদ্মা সেতু দিয়ে বিএনপি নেতারা যাতায়াত করবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী