গত ২৭ মার্চ সোমবার থেকে পাঁচ দিন ব্যাপি শ্রীশ্রী মা বাসন্তী দূর্গা পূজা রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে। যা শুক্রবার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। বৃহস্পতিবার নবমী বিহিত পূজা অঞ্জলী প্রদান করা হয়।
এতে জেলা শাখার আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী, সদস্য সচিব অসীম গাঙ্গুলী, মহানগর আহ্বায়ক স্বপন ভট্টাচার্য, সদস্য সচিব সুকেন্দ্র ভট্টাচার্য, সদস্য দীপঙ্কর ভট্টাচায, বিশ্বজিৎ ব্যনার্জি, স্বপন চক্রবর্তী পূজা অর্চনায় সার্বিক সহযোগিতায় ছিলেন । উপস্থিত ছিলেন সুব্রত সরকার মুকুল, প্রশান্ত মৌলিক মনাসহ অন্যান্য ভক্তরা।
পূজা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাসুদেব ব্যানার্জি। এই পূজা অর্চনায় রংপুরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নেয়।
পূজা উদযাপন কমিটির সদস্যরা বলেছেন, মুসলিমদের রমজান মাসে সিয়াম সাধনার কোন রকম অসুবিধা না হয় সেদিক বিবেচনা করে ঢাক,ঢোল,বাদ্যযন্ত্র ও মাইক ব্যাবহার না করে আমরা আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী দেবীর ভক্তরা পূজা অর্চনা করে চলছে।