গতকাল শনিবার রাত ১০ টা থেকে আজ সকাল ১১ টা অবধি রংপুরে ৪৩৩ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে অবহাওয়া অফিস।
নগীরর প্রধান প্রধান সড়ক টাউন হল, জিএল রায় রোড, আর.কে.রোড সহ বিভিন্ন সড়ক পানির নিচে।
এছাড়াও কামার পাড়া, তাজহাট,কামাল কাছনা, কোতোয়ালি থানা,মুলাটোল,হাবিব নগর, পূর্ব খাসবাগ,বাবুখা, স্টেশন রোড, মেডিকেল মোড়, মডার্ণ, মাহিগন্জ, কেরানী পাড়া,মাস্টার পাড়া,জুম্মা পাড়া সহ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকা পানির নিচে।
অনেকের বসতবাড়িতে পানি ওঠার কারণে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।
রংপুর শহরকে ধরে রাখা শ্যামা সুন্দরী খাল পানিতে টইটুম্বুর। সাংস্কৃতিক কেন্দ্র টাউন হল পানিতে আবদ্ধ। পুলিশ লাইন্সের সামনের সড়কে পানি জমে থাকার কারণে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। কোতয়ালী থানায় অনেক পুলিশের গাড়ি পানির নিচে।
জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কাজ করছে। ভুক্তোভোগী মানুষ এই জলাবদ্ধতার কারণ হিসেবে অপরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থাকে দায়ী করে সিটি কর্পোরেশনের সমালোচনা করেন।