প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র দেয়া এবং নেয়া হচ্ছে।
মনোনয়ন প্রত্যাশীদের সংশ্লিষ্ট জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সইকরা রেজুলেশনে প্রস্তাবিত হতে হবে। প্রথম দিনেই সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়াসহ কয়েকটি পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফর্ম নিয়েছেন প্রার্থীরা। তবে প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় খুব একটা চোখে পড়েনি।