ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভিপি নুরকে আর হয়রানি করবেন না, তাকে হয়রানি বন্ধ করুন, এই হয়রানি আমাদেরকেও করেছেন, মাছ চুরি করেছি আমি, কয়টা মাছ খেতে পারি আমি? এখনও মাছ চুরির মামলা ঝুলছে আমার নামে । বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কিন্তু তার আদর্শ বাস্তবায়ন হয়নি। বিচার বহির্ভুত হত্যা বন্ধ না হলে কখনই তা হবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালটির প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় সরকার প্রতিটি পদক্ষেপে ভুল করেছে। ভ্যাকসিন টেস্টের সুযোগ দেয়া হলে দেশ লাভবান হতো।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে যতদিন পর্যন্ত বিচার বহির্ভুত হত্যা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সত্যিকারের অর্থে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন হবে না।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা পদক্ষেপে সরকার ভুল করছে। আজকে চীনের যে ভ্যাকসিন ট্রায়ালে এসেছিল একমাস আগে আমরা যদি সেই ট্রায়াল শুরু করে সফল হতাম তাহলে আমরাও লাভের ভাগিদার হতে পারতাম।’