আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রবাসীদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় অভিবাসনের জড়িতদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বিদেশগামীদের দালালের খপ্পরে না পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।