বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার মতবিনিময় ও জেলা কমিটি গঠন শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।
রংপুর উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মঞ্জুর হোসেন খাজা।
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম, বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি সাঈদ হোসেন, মিঠাপুকুর উপজেলার সভাপতি পীরগঞ্জ উপজেলার সভাপতি কবির হোসেন, বদরগঞ্জ উপজেলার সভাপতি নুরুজ্জামান, পীরগাছা উপজেলার সভাপতি ওয়াহিদুজ্জামান,গাইবান্ধা জেলা সভাপতি জহুরূল ইসলাম, সাইদা আক্তার, শাহনাজ পারভীন প্রমুখ।
আলোচনা সভাশেষে বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ হোসেনকে জেলা কমিটির সভাপতি মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোকসেদুল হক মন্ডলকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে সভাপতি সম্পাদক জেলার সকল উপজেলা
শিক্ষক নেতৃবৃন্দকে সাথে মতবিনিময় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।