সাত মাস পর প্রতিযোগীতামূল ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। মিরপুরে মাঠে গড়িয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারিয়েছে তুলনামূলক তরুনদের নিয়ে গড়া নাজমুল একাদশ।
মাহমুদুল্লাহ একাদশের দেয়া ১৯৭ রানের টার্গেটে ৫৩ বল আগে জয় তুলে নেয় নাজমুল হাসান শান্তর দল। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ২১ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন দুই পেসার আল আমিন ও তাসকিন আহমেদ। টানা তিন ওভারে বিদায় নেন লিটন দাস ও মুমিনুল হক।
চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস। ইমরুল ৪০ রানে বিদায় নিলেও অধিনায়ক ফেরেন ইনিংস সর্বোচ্চ ৫১ রানে। ১৫ বল আগে অলআউট হয় ১৯৬ রানে। জবাব দিতে নেমে এবাদত হোসেনের আগুনে বোলিংয়ে ৭৯ রান তুলতে ৫ উইকেট হারায় নাজমুল একাদশ।
এরপর তৌহিদ হৃদয় আর ইরফান শুক্কুরের ১০৫ রানের জুটিতে জয়ের পথে রাখে নাজমুল একাদশকে। তৌহিদ ৫৩ রানে ফিরলেও ৫৬ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ঝাড়েন ইরফান শুক্কুর।