ফ্রান্সে মহানবী সা.এর ব্যঙ্গ কার্টুন তৈরি করে রাষ্ট্রীয় মদদে প্রদর্শনের প্রতিবাদের রংপুর জেলার আলেম-ওলামা ও ইমাম-খতীবদের সংগঠন ইমাম ওলামা পরিষদ রংপুর প্রতিবাদী মানববন্ধন করে
29 অক্টোবর 2020 বৃহস্পতিবার সকাল 10 টায় ইমাম ওলামা পরিষদ রংপুরের আহবানে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়
মানববন্ধনে বক্তারা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যনুয়েল ম্যাক্রো প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রো।
বক্তারা আরো বলেন একজন মুসলমান কখনো কোন গুস্তখে রাসুলের সহযোগী হতে পারে না। তাই মুসলমানদের ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা।
ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান সাংগঠনিক সম্পাদক হাফেজ আমজাদ হোসাইন, প্রধান মিডিয়া সম্পাদক কারী আতাউল হক, মাওলানা ইউসুফ আলী, ক্বারী আশরাফ আলী, মাওলানা নেয়ামূল হক, মাওলানা কাজী হামদুল্লাহ ও হাফেজ জয়নাল আবেদীনসহ পরিষদের অন্যান্য নেতারা।