বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে বিকৃতি ও অবমাননার প্রতিবাদে উত্তাল রংপুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠন।সারাদিনই ন্যাক্কার জনক কাজের নির্দেশ দাতা ও দোষি ব্যক্তিদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদী শ্লোগানে রংপুরের রাজপথ দখলে ছিলো আওয়ামীলীগের।

জেলা আওয়ামীলীগঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে বিকৃতি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা আওয়ামীলীগ। রোববার দুপুরে রংপুর জেলা আওয়ামীলীগেরদলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, মাজেদ আলী বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিন সরকার, প্রচার ওপ্রকাশনা সম্পাদক লতিফা শওকত, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা জামান ববি, তথ্য গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু তালহা বিপ্লব, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ, সাংস্কৃতিক
সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারন সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিকৃতি ও অবমাননার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এবং এর মদদাতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।

 

মহানগর আওয়ামীলীগঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে বিকৃতি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামীলীগ। রোববার সাড়ে ১১ টায় রংপুর মহানগরআওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কায়ছার রাশেদ খান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, সাংগঠনিক সম্পাদক ফযজুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ
আসিফ প্রমুখ। ব

 

ক্তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিকৃতি ও অবমাননার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এবং সেই সাথে এর মদদাতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!