আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে আসরটি মাঠে গড়াচ্ছে। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসরের সূচি ঘোষণা করে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় শুরু হবে ঢাকা ও রাজশাহীর ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ডাবল লিগ পদ্ধতিতে আসরে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ১২ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ। ১৮ ডিসেম্বর ফাইনাল। ১৯ ডিসেম্বর ফাইনালের রিজার্ভ ডে।
এদিকে ড্রাফটে থাকা ১৫৭ জন ক্রিকেটার থেকে ১৬ জন করে নিয়ে স্কোয়াড সাজিয়েছে দলগুলো।
‘এ’ গ্রেডে থাকা দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে নেয় তারা। তবে ‘এ’ গ্রেড থেকে কোনো ক্রিকেটার নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী।
‘এ’ গ্রেডে থাকা বাকি তিন খেলোয়াড় তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিমকে নিয়েছে বেক্সিমকো ঢাকা। আর মুস্তাফিজুর রহমানকে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ‘বি’ গ্রেড থেকে লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল গড়েছে চট্টগ্রাম।
‘বি’ গ্রেড থেকে রাজশাহী দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। নাজমুল হোসেন শান্ত, উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ফরহাদ রেজাদের দলে নিয়েছে তারা।
‘এ’ গ্রেডে থাকা পাঁচ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ টাকা, ‘সি’ গ্রেডে ছয় লাখ ও ‘ডি’ গ্রেডে চার লাখ টাকা।