আজ ২৮ ডিসেম্বর। রংপুরের বদরগঞ্জ পৌরসভার ভোট গ্রহন চলছে। দীর্ঘ ২২ বছর পর এবার নতুন এক পৌর মেয়র নির্বাচিত হবে। এনিয়ে ভোটারদের মাঝে চলছে নানা হিসাব- নিকাশ। প্রার্থীরাও ভোট বাগিয়ে নিতে দিয়েছেন নানান প্রতিশ্রুতি। ১৯৯৯ সালে বদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকে পৌর আওয়ামীলীগ সভাপতি উত্তম কুমার সাহা প্রথমে প্রশাসক পরে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবারে তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় পৌরবাসি পাচ্ছে নতুন মেয়র।
অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, বদরগঞ্জ বাজারকে আধুনিকায়ন, পয়োনিষ্কাশন ও বর্জ্য রাখার ব্যবস্থা, পৌর শিশুপার্কের আধুনিকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন, পৌরসভাকে দুর্নীতিমুক্তকরণ, খেলাধুলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পৌরশহরকে যানজটমুক্ত এবং মাদকের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণসহ একটি মডেল পৌরসভা গঠনের একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটেছেন ভোটারদের বাড়িবাড়ি।
বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার আওয়ামীলীগ মনোনিত আহাসানুল হক চৌধুরী টুটুল (নৌকা), বিএনপি’র ফিরোজ শাহ (ধানের শীষ), ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন সহকারী অধ্যাপক আজিজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত লড়াই হবে নৌকা প্রতিক নিয়ে আহসানুল হক চৌধুরী টুটুল এর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের আজিজুল হকের।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৭২২ ও নারী ১০ হাজার ৬০জন। মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নিবেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান- সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আইনশৃংলা বাহিনী কাজ করে যাচ্ছে। র্যাব, পুলিশ, বিজিবি’র পাশাপাশি নির্বাহি ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে কয়েকটি টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।