বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূল্যে শীতকালীন শাক-সবজির বীজ বিতরন করা হয়। গতকাল সোমবার মানবিক সাহায্য সংস্থার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির র্আথসামাজিক উন্নয়নে সংস্থাটি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কাজ করে আসছে।
জাতীয় পর্যায়ের একটি শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে অব্যহত ধারায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় মানবিক সাহায্য সংস্থা ,ফার্মারস বেস্ট ও জায়ান্ট এগ্রো প্রসেসিং লিঃ এর যৌথ উদ্দ্যোগে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় বন্যা পরবর্তি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রংপুর সদর উপজেলার ২শ জন কৃষককে মানবিক সাহায্য সংস্থা মাহীগঞ্জ শাখা অফিসে কৃষকদেরকে বিনা মূল্যে শীতকালীন শাক-সবজির বীজ বিতরন করেন মানবিক সাহায্য সংস্থার প্রধান কার্যালয়ের কৃষিকর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান মানবিক সাহায্য সংস্থার জেলার এরিয়া ম্যানেজার মোঃ সামাদ আলী, মাহীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল হক , সংস্থার প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান প্রমুখ ।