বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

বরিশালে চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ঈদ উদযাপন

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২

 

বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার সোমবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

জেলার অর্ধশতাধিক মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সবগুলো মসজিদে সোমবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার যারা ঈদ উদযাপন  করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর  ওয়ার্ডের দক্ষিন সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ  ঈদ পালন করছেন। সকাল ৯টায় ঈদের নামাজ পড়েছেন জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে।

২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান,  তারা  সকাল ৯টায় মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়েছেন। তাদের ওয়ার্ডেও সোমবার ঈদ পালন করছেন প্রায় ১ হাজার পরিবার।

নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও দুই শতাধিক পরিবার সোমবার ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চন্দনাইশ দরবার শরীফের অনুশারি খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্নৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে সোমবার ঈদ উদযাপিত হচ্ছে। খানপুরা,কেদারপুর ও মাধবপাশায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!