শক্তিশালী জাতীয় দল গঠন ও তৃণমুলে ফুটবলে জোর দিয়ে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে কাজী সালাহউদ্দীনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ। ফিফা র্যাংকিংয়ে একসময়ে ১৩০ এ থাকা বাংলাদেশকে ১৫০ এর মধ্যে আনার প্রতিশ্রুতি বাফুফে সভাপতি সালাহউদ্দিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও নির্বাচন থেকে সড়ে দাড়াবেন না একসময়ের এই তারকা ফুটবলার।